শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে ছিল নানান আয়োজন
বিজয় বড়ুয়া (দীঘিনালা প্রতিনিধি) দীঘিনালা উপজেলা
সমাজ কল্যান পরিষদ ও শালবন বৌদ্ধ যুব কল্যান পরিষদের সম্মিলিত আয়োজনে শুক্রবার বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান করা হয়। এইদিন সকাল বেলায় মনুষ্য ও সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনায় বুদ্ধ পূজা, বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান সহ নানাবিধ দান করা হয়। উক্ত মহতি পূণ্যানুষ্ঠানে ধর্ম দেশনা করেন শালবন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ রত্ন স্থবির।তারপর দুপুর বেলায় ধর্মীয় পরিক্ষার পর বিকালে সকল বয়সীদের জন্য নানান ধরনের খেলা ও সন্ধ্যায় হাজারবাতি প্রজ্জলন, আকাশ প্রদীপ উত্তোলন ও আতশবাজি ফোটানো পর শালবন বৌদ্ধ বিহারের সুযোগ্য সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুদগয়া’র কিছু ভিডিও ফুটেজ দেখানোর পর সংস্কৃতি অনুষ্ঠান ও শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: কাশেম সহ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবুল হাসনাত ও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আলী। এবং সব শেষে শালবন বৌদ্ধ বিহারের সুযোগ্য সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রয়াত পলাশ বড়ুয়া’র স্মৃতি স্বরণে কয়েক’টা গান পরিবেশন করেন খাগড়াছড়ির জনপ্রিয় কন্ঠশিল্পী নান্টু আশ্চার্য্য। এরপর পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করা হয় এ বছরের শুভ প্রবারণা পূর্ণিমার অয়োজন।