ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগের শোক সভা

শেরপুর প্রতিনিধি :এমডি হাবিল উদ্দিন।।
আগস্ট ১৫, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগের শোক সভা

শেরপুর প্রতিনিধি :এমডি হাবিল উদ্দিন।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে র্যালি, পুষ্পস্তবক অর্পনও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের নিউমার্কেটস্থ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্বে ও সদস্য সচিব হালিমা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু। সভায় প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন ছানু বলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলা গড়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের দালালরা যারা চেয়েছিল বাংলাদেশে পাকিস্তানের শাসন কায়েম করতে তারা এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি। তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলো। ভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন। আজ শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করছে। তারই হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে। তিনিই কেবল সোনার বাংলা গড়তে পারেন। বাংলাদেশের উন্নয়ন কেবল নৌকার জয় দিয়েই সম্ভব। তিনি আরও বলেন, তবে অনেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ওই বিএনপি-জামাত আগুন সসন্ত্রাসীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। আমরা শেরপুর জেলা আওয়ামী লীগ পরিবার তথা সারাদেশের আওয়ামী লীগ পরিবার তা প্রতিহত করবে। সভাপতির বক্তব্যে সাবিহা জামান শাপলা বলেন, আমরা স্মরণ করি ১৫ই আগস্টের কথা। এই দিনটির কথা মনে করলেই কষ্ট হয়। আমরা সেদিন কেবল একজন রাষ্ট্রপতিকেই হারাইনি, হারিয়েছিলাম বিশ্বমানের এক নেতাকে। যিনি এই বাংলাদেশকে- সোনার বাংলায় রুপান্তর করার স্বপ্ন দেখেছিলেন। আসুন আমরা সবাই শোককে শক্তিতে রুপান্তর করি। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করবেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান ভিপি। এছাড়াও এসময় অন্যানের মধ্যে আওয়ামী লীগ নেতা জয়নুদ্দিন মাহমুদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ নাজমুল হাসান সম্রাট, মহিলা শ্রমিক লীগের শেরপুর সদর উপজেলার সভাপতি রুমা সাহা, সাধারণ সম্পাদক লতিফা আক্তার লুতফা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় তিন শতাধিক মহিলা শ্রমিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST