শেরপুরে “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাজমুল আলম।।
স্টাফ রিপোর্টার (শেরপুর জেলা)
শেরপুরে আজ সদর উপজেলায় “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও বাংলা, ইংরেজি পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই বাছাই প্রতিযোগিতা-২০২৩ উপজেলা পর্যায়ে ৯ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী রেজা, বিভাগীয় উপ-পরিচালক প্রাঃ শিক্ষা, ময়মনসিংহ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, সদর উপজেলা, শেরপুর, মোঃ ওবায়দুল্লাহ, জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর, মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার শেরপুর, মোঃ আকরাম হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার শেরপুর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার সুযোগ্য নিবার্হী অফিসার মেহনাজ ফেরদৌস, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান আরজু, সহকারী শিক্ষা অফিসার সদর উপজেলা শেরপুর, অতিথিদের হাত থেকে শিক্ষার্থীরা তাদের পুরস্কার গ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।