সখীপুরে ইউপি নির্বাচনে পূনঃভোট গণনার দাবিতে পরাজিত প্রার্থীর মানববন্ধন
মোঃআঃহামিদ(মুকুল),
সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়নে ১৭জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩টি কেন্দ্রে ভোট পূনঃগণনার দাবিতে বুধবার(২৬জুলাই) বেলা ১১টার সময় বড়চওনা বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার লাল(আনারস) এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, অবিভক্ত কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম সরকার লাল মিয়া,নজরুল ইসলাম চৌধুরী,লাল মিয়া প্রমুখ। বক্তারা ১নং কেন্দ্র কুতুবপুর,২নং কেন্দ্র শাপলার পাড়,৬নং ক্দ্রে নামদারপুর কেন্দ্রের পূনরায় ভোট গণনার দাবি করেন এবং এজন্য যা যা করনীয় তা তা তারা করবেন,ইতিমধ্যে মামলা দায়ের করেছেন বলে জানান। বক্তারা আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার লাল(আনারস)কে আ.লীগ ও প্রশাসন যৌথভাবে ষড়যন্ত্র করে ফেল করানো হয়েছে এবং শাপলার পাড় কেন্দ্রে ফলাফল প্রিজাইডিং অফিসার ঘোষনা না করে সাবেক জেলা পরিষদ সদস্য আ,লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল ঘোষনা করেছেন। এমনকি এজন্টেদের আটকে রেখেছেন।