সাতক্ষীরায় ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে নগরঘাটার ছাগলের হাট
মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
মুসলমান ধর্মালম্বীদের বছরে সব চেয়ে আনন্দ ও খুশির দুটি দিন হল ঊদুল ফিতর ও ঈদুল আযহা। এর মধ্যে ঈদুল আযহা বা কুরবানি ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। আর এই ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় জমজমাট সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ছাগলের হাট। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই দুইদিন হাটবার থাকে এ বাজারে। অন্য সময় হাতে গোনা কিছু ছাগল উঠলেও ঈদকে সামনে রেখে বাজার বর্তমানে জমজমাট। চলছে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি। চাহিদামত দর-দামে ক্রয় বিক্রয় চলছে। শনিবার (১৭ইজুন) এমন দৃশ্য দেখা যায়।
একাধিক ক্রেতা বলেন, দাম একটু বেশি চাওয়া হচ্ছে। ঈদের বাজারে দাম বেশি চাওয়াটাও দোষের কিছু না। হাটে প্রচুর ছাগল উঠেছে। সারা বাজার ঘুরে পছন্দ মত ছাগল কিনতে পারবো আশা করছি।
ছাগল বিক্রয় করতে আসা সুরফান, আনারুলসহ একাধিক ব্যক্তি বলেন, বাজার মূল্য মোটামুটি ভাল। ঈদের বাজারে তো দরদাম চলবে। ক্রেতার পছন্দের উপর কুরবানির ছাগলের ভাল দাম পাওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ী কামরুল বলেন, গ্রামের মানুষ এখন অনেক বোঝে। দাম বেশি চাই তারা। আগের তুলনায় লাভ একটু কম হচ্ছে। তবে একেবারে যে খারাপ হচ্ছে তেমনটা না। ঈদের আগে আরো কয়েকটি বাজার পাবো। আশা করছি মোটামুটি লাভবান হতে পারবো।
আগামী হাটবারের দিন গুলোতে আরো বেশি ক্রেতা-বিক্রেতার সমাগম হবে বলে আশা করছেন বাজার কমিটি।