সাতক্ষীরায় একদফা দাবিতে বিএনপির পদযাত্রা

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের আমতলা এলাকা থেকে পদযাত্রা আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিল বাজারে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা যুবদল, কৃষকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই পদযাত্রায় অংশ নেয়।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *