সাতক্ষীরায় একদফা দাবিতে বিএনপির পদযাত্রা
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের আমতলা এলাকা থেকে পদযাত্রা আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিল বাজারে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা যুবদল, কৃষকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই পদযাত্রায় অংশ নেয়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।