সাতক্ষীরার কলারোয়া ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানিত
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার উপরে তরিকুল কতৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবিতে কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নের যুবলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। ৫ই জুন সোমবার সকাল ১১টায় উপজেলার সামনে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাপ্পি ,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি রুবেল হোসেন। এসময় মামনবন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা’র বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান।