ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী একাধিক অভিযানে ১০(দশ) বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাঁজা, ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৯ পিচ Tapentadol Tablets-100 mg, সহ মোট গ্রেফতার-০৪*

মোঃ আবু বককার ।
অক্টোবর ২১, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

*সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী একাধিক অভিযানে ১০(দশ) বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাঁজা, ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৯ পিচ Tapentadol Tablets-100 mg, সহ মোট গ্রেফতার-০৪*
মোঃ আবু বককার ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই(নিঃ)/তন্ময় কুমার বসু, এসআই(নিঃ)/সাইদুজ্জামান, টিএসআই/আজাদুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আনিসুর রহমান, এটিএসআই/এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক ০৪টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য সহ ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

১ম অভিযান-১৮ অক্টোবর, ২০২৩,১৭.০৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন দক্ষিন পলাশপোল সাকিনস্থ পাসপোর্ট অফিসের বিপরীত পার্শ্বে জনৈক মোঃ আশরাফ আলী গাজী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোছাঃ উম্মে কুলসুম ওরফে টুম্পা (২২), পিতা-মোঃ হাবিবার ,স্থায়ী: গ্রাম- মানিকপুর (পশ্চিম) , উপজেলা/থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর হেফাজত হইতে ০৮ বোতল ফেনসিডিল, মূল্য অনুমান ২৪,০০০/- টাকা উদ্ধার করা হয়;

২য় অভিযান-১৮ অক্টোবর, ২০২৩,২০.৪০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন নলকুড়া সাকিনস্থ থানাঘাটা বাজার হতে কদমতলা গামী পাকা রাস্তা আজিবরের তুষ মিলের সামনে হইতে আসামী ১. মোঃ রিপন সরদার(২৭), পিতা-মিজানুর রহমান ,স্থায়ী: গ্রাম- তালতলা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর হেফাজত হইতে ৩০০ গ্রাম, মাদকদ্রব্য গাঁজা, মুল্য অনুমান ৯,০০০/- টাকা উদ্ধার করা হয়;

৩য় অভিযান-১৯ অক্টোবর, ২০২৩,সকাল ০৪.৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা কলোনী পাড়াস্থ ইটাগাছা প্রাইমারী স্কুল হইতে কামালনগর গামী কালুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আশরাফুল গাজী(২২), পিতা-মোঃ আবুল কাশেম ,স্থায়ী: গ্রাম- ইটাগাছা (ইটাগাছা পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর হেফাজত হইতে ২৪ (চব্বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৭২০০/- টাকা এবং ০৯ (নয়) পিচ Tapentadol Tablets-100 mg, মূল্য অনুমান ১৮০০/- টাকা উদ্ধার করা হয়;

৪র্থ অভিযান-১৯ অক্টোবর, ২০২৩,সকাল ০৭.৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ তেতুলতলার মোড়ে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ আবুল হাসান(৩৯), পিতা-মোঃ আব্দুর রউফ সরদার ,স্থায়ী: গ্রাম- বৈচনা, থানা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর হেফাজত হইতে ০২ বোতল ফেনসিডিল, ওজন ২০০ এম.এল, মূল্য অনুমান ৬০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST