ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের মুখ থেকে মানুষ ছিনিয়ে আনেন টাইগার গনি

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা 
ডিসেম্বর ১১, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের মুখ থেকে মানুষ ছিনিয়ে আনেন টাইগার গনি
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার শ‍্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিনচি গ্রামে বাস করেন আব্দুর গনি গাজী  ৪২পেরিয়েছে পেশায় তিনি বনজীবি বর্তমানে সবাই তাকে টাইগার গনি নামে চেনেন তাকে।
জীবিকার তাগীদে সুন্দরবনে যাওয়া জেলে বাওয়ালিদের কেই বাঘের আক্রমণে আহত ও নিহত হলে তাদের কে উদ্ধার  করে আনেন টাইগার গনি এজন‍্যই আব্দুল গনি গাজী এখন টাইগার গনি নামে পরিচিত সবার কাছে।
তবে এই কাজের জন‍্য কোন পারিশ্রমিক নেন না  টাইগার গনি সেচ্ছায়শ্রমে কাজ করেন তিনি।
তিনি ২০০৭সালে একটি বেসরকারী সংস্থা কর্তৃক পরিচালিত ওয়াইল্ডটিমের ফরেস্ট টাইগার রেসপনস টিমে চাকরিতে নিয়োগ পেয়েছিলেন আব্দুল গনি।
সেই সময় থেকে এখন পুর্যন্ত বাঘের মুখ থেকে অর্ধশতধিক মানুষকে ফিরিয়ে এনেছেন  এই টাইগার গনি।
 এই টাইগার গনি নামের বিষয়ে বিস্তারিত কথা বলতে উপস্থিত হই এই টাইগার গনির বাড়ীতে এসময় তিনি বলেন ছোট বেলা থেকে বাবার সঙ্গে সুন্দরবনের নদী খালে মাছ ধরতে যেতাম।
স্থানীয় সহযোগিতা হিসেবে ২০০৭সালে বন বিভাগকে সহযোগিতা করতে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা কর্তৃক গঠিত ওয়াইল্ড টিমে আমার কাজ করার সুযোগ হয় ওই সময় আমার এলাকায় একজন মৌয়াল বাঘের আক্রমণে প্রান হারায়।
আমি সেই মরাদেহ টি উদ্ধার করতে নিজের অভিজ্ঞতা থেকে তাদের সহযোগিতা কামানা করি।পরবর্তীতে ফরেস্ট টাইগার  রেসপনস টিমের টিম লিডার দায়িত্ব পাই এরপর টানা ১২বছর ওয়াইল্ড টিমের সঙ্গে থেকে সুন্দরবনের কেই বাঘের আক্রমনের শিকার হলে আমি তাদের উদ্ধার করে আনি।
এঈ দীর্ঘ সময়ে আমি ৭০টির বেশী মৃত্যু দেহ বাঘের কাছ থেকে  উদ্ধার করে এনেছি। এছাড়া কয়েক জন আহত ব‍্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা কের কাছেপৌছায়ে দিয়েছেন বলেও জানান তিনি।
টাইগার গনি বলেন ২০১৯সালে ওয়াইল্ড টিমের  ফরেস্ট রেসপনস টিমের প্রোজেষ্টের মেয়াদ শেষ হলেও আমার কাজ অব‍্যাহত রয়েছে।
যখনই খবর শুনি কোন মানুষ কে বাঘে ধরেছে আমি সঙ্গে সঙ্গে বনে ছুটে যাই।
সর্বশেষ ২১শে ডিসেম্বর ২০২১দিনটি ছিল মঙ্গলবার বাঘের আক্রমনে নিহত হন বনজীবি মুজিবুর রহমান তার মরাদেহটি উদ্ধার করে এনেছি তিনি বলেন সোমবার  বিকালে মুজিবুর রহমান সুন্দরবনের পায়রা টুনির খাল থেকে বাঘে ধরে নিয়ে যায় খবর পেয়ে রেসকিউ টিমের সঙ্গে আমিও সুন্দরবনের যাই।
ঘটনা স্থলে পৌঁছনোর পর বাঘের পায়ের ছাপওরক্তের দাগ দেখে  বনের গভীর থেকে মুজিবুর রহমানের মরাদেহটি উদ্ধার করে আনি।
এই অল্প সময়ে বাঘটি মৃতদেহটির একটি পা পুরাটাই খেয়ে ফেলে,মূতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছায়ে দিতে পেরে এই টুকু আমার তৃপ্তি।
আব্দুল গনি গাজী বলেন আমার মা বাবা মারা গিয়েছেন পরিবারে আমি সহ স্ত্রী এক ছেলে ও পাগল মানসিক ভারসাম্যহীন এক বোন রয়েছেন একটি মেয়ে তাকে বিয়ে দিয়েছি ছেলে গতবার এইচ সি পাশ করেছে চাকরী পাওয়ার পর সুন্দরবনে মাঝে মাঝে মাছ ধরতে যেতাম ছোট একটা ব‍্যবস‍্যা ওশুরু করছিলাম তবে লোকশানে পড়ে বর্তমানে এখন বেকার রয়েছি।
যদি কোন সংস্থায় কাজের কোন সুযোগ পাই সেই অপেক্ষায় আছি।তবে বাঘ নিয়ে সুন্দরবনে কোন প্রজেক্ট চলছেনা,তবে এই বিষয়ে সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহবাহক গাজী সালাউদ্দিন বাপ্পি বলেন গনি খুব ভালো মানুষ সুন্দরবনে কাউকে বাঘে ধরেছে শুনলেই সেচ্ছায় উদ্ধার কাজে অংশ নেন তিনি।
স্থানীয়রা তাকে এই সাহসী কাজের জন‍্য শ্রদ্ধা করে।চাকরী না থাকায় বর্তমানে অর্থকষ্টে দিন যাপন করছে সে।এরপর মানুষের বিপদে এগিয়ে আসেন তিনি সরকারী ভাবে এই সাহসী মানুষটিকে সন্মানিত করার পাশাপাশি কর্মসংস্থানের ব‍্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
কথা হয় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেজ্ঞের সহকারী বন সংরক্ষণ  এসি এফ কর্মকতা ইকবাল হাসান  এই প্রতিবেদক কে বলেন টাইগার গনি এক সময় একটি বেসরকারী সংস্থা কর্তৃক পরিচালিত ওয়াইল্ড টিমের সঙ্গে কাজ করতেন তখন থেকে কেই বাঘের আক্রমণের শিকার হলে তাকে উদ্ধার করতেন গনি। সে সময় ওয়াইল্ড টিম ওবন বিভাগ তাকে বিভিন্ন প্রশিক্ষক দেওয়া হয়েছিলো বর্তমানে আমাদের সঙ্গে তার কোন যোগাযোগ নেই তবে কয়েক দিন আগে বাঘের আক্রমণে নিহত মুজিবুর কে উদ্ধার অভিযানে রেসকিউটিমের সঙ্গে  আব্দুল গনি সেচ্ছায়  এগিয়ে এসেছিলেন, সুন্দরবনে বর্তমানে ওয়াইল্ড টিমের কোন কার্যক্রম নাই তবে ভবিষ্যতে কোন সুযোগ হলে টাইগার গনির জন‍্য কাজের ব‍্যবস্থা করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST