সীতাকুণ্ডে বাড়বকুণ্ড পুকুরে ডুবে মহিলার মৃর্ত্যু
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পুকুরে ডুবে সেলিনা আক্তার (২৫) নামে এক গৃহবধু মর্মান্তিক
মৃর্ত্যু ঘটে,সে স্হানীয় রিক্সা আরিফুর রহমানের স্ত্রী।
স্তানীয় মেম্বার মোঃ সোহেল জানায়, সকাল ৯ টার দিকে
নতুনপাড়া মহাসড়কের পাশ্বে ছোট্র একটি পুকুরে এক মহিলার লাশ ভাসছে শুনে ঘটনাস্হলে গিয়ে সত্যতা দেখে পুলিশ কে খবর দিই,সীতাকুণ্ড মডেল থানার এসআই আব্দুল মজিদ ঘটনাস্হলে এসে লাশের সুরতহাল করে উদ্ধার করে।
তিনি আরো জানায় মহিলাটি মাথা সম্যা ছিল,অনেকটা পাগলের মতো,হয়তো পানিতে নেমে উঠতে পারেনি।
তাদের সংসারে ৮ বছরের একটি সন্তান রয়েছে।
তারা স্হানী হলেও ভূমিহীন বিধায় দীর্ঘদিন যাবত মাষ্টার কলোনীতে ভাড়া থাকতো,নিহতের স্বামী আরিফ রিক্সা চালক।
এসআই আব্দুল মজিদ জানায়, পানিতে ডুবে মহিলাটি পাগল ছিল এলাকাবাসী জানায়,শরীরে কোন আঘাতের চিক্ত পাওয়া যায়নি।