সৈয়দপুরে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে গত২৪ শে জানুয়ারি হতে ২৯ শে জানুয়ারি পর্যন্ত শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণটি শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রকৃত শীতার্ত দের মাঝে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌরশাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ বাখশী, নাইম উল আউলিয়া ফাউন্ডেশন এর সভাপতি তাওহিদ আহমেদ আশরাফি, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রানা আশরাফি,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনু আশরাফি,আব্দুর রহিম আশরাফি,সামির কাদেরি প্রমুখ।
তাওহিদ আহমেদ আশরাফি বলেন,শীতে কাঁপছে গোটা দেশ।কনকনে এই শীতে চরম দূর্ভোগে পরেছে অভাবী ও গরিব মানুষ।তাদের মাঝে উষ্ণ ভালোবাসা নিয়ে আমরা হাজির।এ ধরনের সামাজিক ও সহযোগিতা মুলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।