হিলিতে জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় আরও বক্তব্য রাখেন-হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিনসহ অনেকে।
আলোচনা সভা শেষে পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযান উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।