শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ মহান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।আজকের এ-ই দিবসে ৫২- র ভাষা শহীদ সহ বাংলাদেশকে স্বাধীন করার জন্য ৭১- র স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ নিজের জীবন কে আত্ন: দান করে শাহাদাত বরন করেছেন এবং চারলক্ষ্য মা- বোনের ইজ্জত/সম্ভ্রমের মতো মূল্যবান সম্পদের বিনিময়ে আমাদের আজ স্বাধীন বাংলাদেশ ! মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে আত্নঃদানকারী সকল শহীদ ও মা- বোনদের মর্যাদাপূর্ণ মহামূল্যবান ইজ্জত/ সম্ভ্রমহানীর প্রতি,সমগ্র বাঙালী জাতী গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসে আজকের বাস্তব ডিজিটাল ও স্মার্ট স্বাধীন বিস্ময়কর বাংলাদেশ তার প্রতিদানের অর্জনকে কৃতজ্ঞতা ভরে স্বীকার পূর্বক স্বরনালী স্বাধীনতাকে শ্রদ্ধাভরে স্বরন করছে।
মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা সহ ইজ্জত/সম্ভ্রম হারানো সকল মা- বোনদের প্রতি গভীর শ্রদ্ধা পূর্বক সম্মান জ্ঞাপন করছি।
শ্রদ্ধান্তেঃ- জাহারুল ইসলাম জীবন।
সাংবাদিক, লেখক ও গবেষক।