আলমতলার ওয়াপদা বাঁধ ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম


admin প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ / ০ Views / Print This Post Print This Post
আলমতলার ওয়াপদা বাঁধ ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম

আলমতলার ওয়াপদা বাঁধ ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম

পাইকগাছা (খুলনা)

 

পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ওয়াপদা ভেড়ি বাঁধ ভাঙ্গন অব্যহৃত আছে ভাঙ্গন রোধে জিও বালি ভর্তি বস্তা (জিয়ো ব্যাগ)দিয়ে ভাঙ্গন রোধের প্রচেষ্টা অব্যহত আছে। তবে তাতে কোন ফল হচ্ছে না। জোয়ারের পানির প্রবল চাপে এবং ঘুর্ণিযড় মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপে যে কোন মুহূর্তে ভেড়ি বাঁধ ভেঙ্গে নদীর পানি জনবসতি পূর্ণ এলাকায় প্রবেশ করে এলাকার জনবসতি, গাছ পালা, ঘরবাড়ী, মৎস্য লীজ ঘের একাকার হতে পারে মর্মে লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান (তুহিন) জানান, ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরি ব্যবস্থা না নিলে এলাকার জানমালের ক্ষতি হতে পারে। তা-ছাড়া উক্ত বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান ঘটনার বিষয় জানার পরে গত ৮ এপ্রিল ২০২৪ ঘটনা স্থান পরিদর্শন করেছি এবং বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষ কে জানিয়েছি। তা- ছাড়া ভাঙ্গন রোধে প্রচেষ্টা অব্যহত আছে।
ছবি ঃ- ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছেন UNO পাইকগাছা