সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

আশাশুনিবাসীর দিন শুরু হয় পল্লীবিদ্যুতের লোড সোডিং যন্ত্রণা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আশাশুনিবাসীর দিন শুরু হয় পল্লীবিদ্যুতের লোড সোডিং যন্ত্রণা

সাতক্ষীরা,  ভ্রাম্যমাণ প্রতিনিধি  :

বিদ্যুৎ বিভাগের দাবী রেকর্ড পরিমান বিদ্যুৎ উদপাদন- সফলতাকে কালিমা লেপন করে পল্লী বিদ্যুৎ বিভাগ আশাশুনিতে সেবা গ্রহিতা গ্রাহকদের নাকানি চুপানি খাওয়াতে শুরু করেছে।
ভোর রাতে যখন মানুষ ফজরের নামাজ শেষ করে একটু আরামে থাকতে চায়, তখন পল্লী বিদ্যুতের ছোবলে কুপোকাত হচ্ছেন গ্রাহকরা।
ভোর ৫ টা বাজলেই বিদ্যুতের লাপাত্তা রীতিমত নিয়মে পরিণত হয়েছে। লাপাত্তা তো লাপাত্তাই- একটানা প্রায় ৩ ঘন্টা বিদ্যুতের প্রস্থান, লোডশেডিং। অবাক কান্ড! এত সকালে সবাই যখন বাইরের লাইট অপ করে দেয় তখন লোডশেডিং কেন? এ প্রশ্ন অসংখ্য গ্রাহকের। যারা অফিসে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, তারা নিজেদের মোবাইলে চার্জ করান সকালে। অথচ তখন বিদ্যুৎ বন্ধ, ৮ টা পর্যন্ত বিদ্যুতের দেখা মিলবেনা। ফলে মোবাইল চার্জ করা সম্ভব হয়না। সকাল ৮ টা পর্যন্ত বিদ্যুৎ একটানা বন্ধ থাকলে গৃহিনীদের রান্নার কাজ, বাচ্চাদের পড়ার কাজসহ অসংখ্য মানুষের ঝামেলা বেড়েই থাকে। এছাড়া দিবারাত ঘন্টার পর ঘন্টা লোডসেডিং নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় লোডশেডিং আছে। শিক্ষার্থীদের দুর্বিসহ ভোগান্তি আর সারাদিন বাইরে থাকা মানুষ সন্ধ্যায় বাড়ি ফিরে বিদ্যুৎহীন অন্ধকারে
কষ্টভোগ করে যাচ্ছে। ঘন্টাখানেক পর বিদ্যুৎ আসলেও রাতে কয়েকবার বিদ্যুতের আনাগোনা লেগে থাকে। প্রচন্ড গরমের সময় রাতে গরমে মানুষ ঘুমাতে পারেনা।
বিদ্যুতের অনাচারের হাত থেকে মুক্তিপেতে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের প্রশ্ন, এহেন অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে বিষয়টি দেখভাল করার কি কেউ নেই? এব্যাপারে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসন, জাতীয় সংসদ সদস্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ভুক্তভোগিরা জোর দাবী জানিয়েছেন।