সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইজরাইল এর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে  চট্টগ্রামে  প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ইজরাইল এর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের
পক্ষে  চট্টগ্রামে  প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: ফরিদুল আলম সোহাগ:

সবার হাতে ফিলিস্তিনের পতাকা।
। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এমন নানা স্লোগানে মুখরিত ছিল
চট্টগ্রামের সিআরবি। চট্টগ্রামের হাজারো তরুণ-তরুণী সমবেত হয়ে আওয়াজ তুলেছে
নিপীড়িত মানুষের পক্ষে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায়
ব্যতিক্রমী এই বিক্ষোভ করেন ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ নামে একটি সংগঠন। যার
উদ্যোক্তা রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই
রামাদান, বরেণ্য আলেম–ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী,
আইনজীবী, সাংবাদিকসহ দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। এ সময় ইসরাইলের বর্বর
আগ্রাসনের প্রতিবাদ ও গণহত্যার প্রতিকৃতি তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন
প্ল্যাকার্ড বহন করেন আগতরা।
বাংলাদেশিদের আন্তরিক সমর্থনের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি
রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বক্তব্যে বলেন, আমরা লড়াই করছি ইসরাইল নয়;
আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে। এই ফিলিস্তিন শুধু
ফিলিস্তিনিদের নয়; সারা বিশ্ব মুসলিমের।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ খুব খারাপ অবস্থায় আছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে
চলমান গণহত্যা ইসরাইলকে অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিন চায় বিশ্ব
ফিলিস্তিনের পাশে থাকুক। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশি ভাই-বোনদের ভালোবাসা,
সমর্থন ও শ্রদ্ধা দেখে আমি অভিভূত।