রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গাঁয়ের কৃষক ফুয়াদ চাচা
ব্যাস্ত থাকে কাজে,
কারো সাথে উঠা বসা
করে না সে লাজে।

ছোট থেকেই ফুয়াদ চাচা
একটু সরল সোজা,
কৃষি কাজটা করেই তিনি
টানে সংসার বোঝা।

একা একা চলা ফেরা
ফুয়াদ চাচায় করে,
সারাটাদিন ক্ষেত খামারে
থাকেন তিনি পড়ে।

সাদা মনের মানুষ উনি
জ্ঞান বুদ্ধি যে কম,
ছোট থেকেই কৃষি কাজে
তিনি দিতেছেন শ্রম।

টেনশন করে ফুয়াদ চাচা
তার ফ্যামিলি নিয়ে,
চিন্তায় চিন্তায় ফুয়াদ চাচা
করে নাই সে বিয়ে।