রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কালাইয়ে তীব্র তাপদাহ ও অনা বৃষ্টি থেকে বাঁচার জন্য সালাতুল ইস্তিসকার অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
কালাইয়ে তীব্র তাপদাহ ও অনা বৃষ্টি থেকে বাঁচার জন্য সালাতুল ইস্তিসকার অনুষ্ঠিত
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় পড়েছে প্রচণ্ড গরম‌। বেশ কয়েকদিন ধরে কালাইয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বর্তমানে তা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর এই দিকে স্বস্তির বৃষ্টিরও মিলছে না দেখা। এই অবস্থায় কালাইবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই এই অসহায় কালাইবাসী পুরো বিশ্বজগৎ এর মালিক অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার কাছে তীব্র তাপদাহ ও অনা বৃষ্টি থেকে বাঁচার জন্য এবং স্বস্তির বৃষ্টির জন্য কালাই আহলে হাদীস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কালাই আহলে হাদিস কমপ্লেক্স জামে মসজিদ এর খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মোঃ সেলিম রেজার ইমামতিত্বে ২৪ এপ্রিল, বুধবার সকাল ৭ টায় সালাতুল ইস্তিসকার আদায় করেন। সেখানে ইমাম ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে দীর্ঘসময় ধরে বিশেষ মোনাজাত করেন।