কালাই উপজেলা পরিষদ নির্বাচনে (পুরুষ) ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান


admin প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ / ০ Views / Print This Post Print This Post
কালাই উপজেলা পরিষদ নির্বাচনে (পুরুষ) ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

কালাই উপজেলা পরিষদ নির্বাচনে (পুরুষ) ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের কালাইয়ে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ০৮ মে, বুধবার। উপজেলাটিতে মোট ভোটার রয়েছেন ১২২৭৩৬ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ৩৭ টি। উপজেলা পরিষদ (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোট ৭ জন। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোট ৩ জন।

মোঃ গোলাম মোস্তফা (প্রতীক: উড়োজাহাজ) ভোট পেয়েছেন ৩৪৩৯৩ টি। মোঃ ছানোয়ার হোসেন (প্রতীক: টিউবওয়েল) ভোট পেয়েছেন ১৪১৯১ টি, মোঃ জহুরুল ইসলাম মন্ডল (প্রতীক: তালা) ভোট পেয়েছেন ৯৬৯৭ টি, মোঃ আতাউর রহমান তালুকদার (প্রতীক: চশমা) ভোট পেয়েছেন ৯৬৭৬ টি, মোঃ হেলাল উদ্দীন (প্রতীক: বই) ভোট পেয়েছেন ৯৪০৬ টি। মোঃ আব্দুল আলীম সরদার (প্রতীক: মাইক) ভোট পেয়েছেন ২৫২৬ টি। শেখ ইউসুফ আলী সাজু (প্রতীক: টিয়া পাখি) ভোট পেয়েছেন ২১২৬ টি। সর্বোচ্চ ভোট পাওয়ায় উপজেলা পরিষদ (পুরুষ) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন (বেসরকারিভাবে) মোঃ গোলাম মোস্তফা।

অপরদিকে মোছাঃ মেরিনা খাতুন (প্রতীক: হাঁস) ভোট পেয়েছেন ৪৩০৪১ টি, মোছাঃ মরিয়ম নেছা ( প্রতীক: কলস) ভোট পেয়েছেন ৩১৪১৩ টি, মোছাঃ সাবানা আক্তার (প্রতীক: ফুটবল) ভোট পেয়েছেন ৬৪৭৮ টি। সর্বোচ্চ ভোট পাওয়ায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন (বেসরকারিভাবে) মোছাঃ মেরিনা খাতুন।