সোমবার , ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই জিলহজ, ১৪৪৫ হিজরি

কালিগঞ্জে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি পরিবহন হস্তান্তর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

কালিগঞ্জে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি পরিবহন হস্তান্তর

এসএম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতি ইঞ্জিন চালিত মেশিন ও পরিবহন হস্তান্তর করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সামনে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভিনেস প্রজেক্ট (এসএসিপি) বিপণন অংশ, কৃষি বিপণন অধিদপ্তর ২০২৩ ও ২৪ এর অর্থ বছরে ম্যাচিং গ্রান্টের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি পরিবহন হস্তান্তর করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মার্কেটিং ফেসিলিটিটর আবু বক্কর সিদ্দিক, বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জমির মালিক ও আমেনা খাতুন। চারজন কৃষকের মাঝে চারটি কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেন। এই মেশিন দিয়ে জমি চাষ এবং মালামাল পরিবহন করার কাজে লাগবে। সরকার ভর্তুকি দিয়ে অর্ধেক টাকায় কৃষকদের মাঝে ইঞ্জিন চালিত কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে। একটি মূল মেশিনের মূল্য ৪ লক্ষ বাইশ হাজার ৫শ টাকা কিন্তু কৃষক দুই লক্ষ ১১ হাজার ৫০ টাকায় মেশিনটি সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে অর্ধেক টাকায় কৃষক নিয়েছে। এ পর্যন্ত কালিগঞ্জ উপজেলায় ১২ জন কৃষককে অর্ধেক টাকায় মেশিন প্রদান করা হয়েছে। অন্য যেকোনো কৃষক চাইলে কৃষি অফিসে যোগাযোগ করলে অর্ধেক টাকায় চাষাবাদের জন্য মেশিন ও কৃষি যন্ত্রপাতি দিতে পারবেন। অধিক খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে সরকার কৃষকদেরকে ভর্তির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে।