বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে জিলহজ, ১৪৪৫ হিজরি

কালিগঞ্জে প্রতিবন্ধীদের ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
কালিগঞ্জে প্রতিবন্ধীদের ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন
এসএম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে-২৪) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে সড়কে কালিগঞ্জ সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ফরহাদ  রেজা’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে   প্রতিবন্ধী ব্যাক্তির ভাতা মাসিক নিম্নতম পাঁচ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২হাজার টাকা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয় বরাদ্দ করা, প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা এবং কোটা প্রণয়ন করাসহ ১১ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তুলে ধরেন। পরে জলবায়ু প্রভাবের কারণে প্রতিবন্ধীরা সুপ্রিয় পানি থেকে বঞ্চিত হয় মর্মে বিনা পয়সায় সুপ্রিয় পানি তাদের ন্যায্য দাবি   পাওয়ার বিষয়টি তুলে ধরেন। মানববন্ধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।