সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

কালিয়াকৈরে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪

ইউনুস আলী,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে পড়ে তানজিব ও বায়োজিদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গাবতলি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত হলেন, উপজেলার টান গাবতলি এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিব (৮)। উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়োজিত (৭)। বায়োজিত শুক্রবার গাবতলি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসেন।

এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ দু’জন বাড়ি পাশে খেলা করে। পরে দুই শিশুকে নাপেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্দেহ হলে এলাকাবাসী ও নিহতের পরিবার পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে বায়োজিদ নামে ওই শিশুর বাড়ি উপজেলার কান্দাপাড়া এলাকায়।

শুক্রবার গাবতলি এলাকায়‌ তার নানার বাড়ি বেড়াতে আসেন। এ ঘটনায় এলাকাসহ পরিবারের শোকের মাতম চলছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।