শুক্রবার , ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ইউনুসআলী, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের কামড়ে সাইফুল ইসলাম (৩৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইফুল উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রাতে কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে মাছ ধরতে যায় সাইফুল ইসলাম। একপর্যায়ে একটি বিষধর সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। এ সময় তিনি টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়ি ফিরে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান।

পরে পরিবারের লোকজন সাইফুলকে মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।