মঙ্গলবার , ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৬শে জিলহজ, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামে গলায় ফাঁস দেওয়া যুবকের ঘর থেকে লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামে গলায় ফাঁস দেওয়া যুবকের ঘর থেকে লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামে উলিপুর উপজেলা বুড়াবুড়ী ইউনিয়নের বোতলার পাড় গ্ৰামের এঘটনা ঘটেছে বলে জানা যায়।
আজ সকাল ৭টায় তার নিজ ঘর থেকে মনিরুজ্জামান(২০) গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে উলিপুর পুলিশ প্রশাসন।
বুড়াবুড়ী ইউনিয়নের বোতলার পাড় গ্ৰামের মোঃ আব্দুল গফুর মিয়ার বড় ছেলে।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে, মনিরুজ্জামান পার্শ্ববর্তী এলাকার নুর ইসলামের মেয়ের মোছাঃ সুমাইয়া আক্তার(লাকি)সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসছে।
এলাকা বাসী বলেন, সুমাইয়া আক্তার লাকি বিবাহিত মেয়ে তার একটা ছেলে সন্তান ও আছে। এর আগে তার বিবাহ হয়েছে সেখানে তার ডিভোস হয়।এর পর থেকে সে তার বাবার বাড়িতে আছেন।
মনিরুজ্জামানের মা বলেন, প্রেমের প্রলভন দেখিয়ে নানান ধরনের আশ্বাস দেন, আমার ছেলেকে ওই মেয়ের আমার ছেলেকে খুন করেছে। তিনি আরো বলেন, কাল রাতে আনুমানিক ৮টার সময় মনিরুজ্জামান কে বা কাহারা ফোন করে ডেকে নিয়ে যায় মন্ডলের হাটে।
তার অনেক দীর্ঘ সময় হওয়ায় তাকে ফোন করি। ফোনে কথা বলতে মনিরুজ্জামান বলেন আমাকে মন্ডলের হাটে আটকে রেখেছে।
তখন মনিরুজ্জামানের মা বলেন, যারা তোকে আটকে রেখেছে তাদের কে নিয়ে বাড়িতে আসার জন্য বলেন।
মনিরুজ্জামানের মা সাংবাদিকদের কে আরো বলেন,রাতের দুইটার সময়ে তাঁরা আমার ছেলেকে নিয়ে বাসায় পৌছে দেয় এবং চলে যায়।
এরপর সকালে ঘুম থেকে ওঠার আগে আমার ছোট ছেলে মমিনুল
(১২)তার ভাইয়ের ফাঁসি দেওয়া অবস্থায় লাশ দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিকিৎকার শুনে আমরা ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করি, কিন্তু রুমের বাহিরে তালা লাগিয়ে দেওয়ার কারণে দরজা ভেঙে বাহিরে বেরিয়ে দেখি আমার ছেলের ঝুলানো লাশ।
উলিপুর থানার পুলিশ প্রশাসনের এস আই রাকিব বলেন, আমরা ঘটনার টি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করি,এখন পরিকল্পিত হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।