শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারের অনিয়ম অবশ্যই দূর করতে পারবো স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা  বলেছেন, ‘অতীতে কী হয়েছে, অভিযান চলবে। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু হাসপাতালগুলোকে নিয়ম মেনে চলতে হবে।’ কোন অনিয়ম থাকলেই সেগুলো বন্ধ করে দেয়া হবে
শনিবার (৬ এপ্রিল) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত নবনির্বাচিত প্রতিমন্ত্রী, হুইপসহ চার কৃতিসন্তানকে সংবর্ধণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ  হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি এসএম সোলায়মান আলী, গোলাম হক্কানী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ৷