মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গলাচিপা উপজেলায় হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

গলাচিপা উপজেলায় হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার
মোঃ নিজাম উদ্দিন

হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে গলাচিপা উপজেলায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী এস এম শাহজাদা। তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য যারা হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মকাণ্ড করে তাদেরকে ছাড় দেওয়া হবেনা। এই হরতাল ও নৈরাজ্য করে আমাদের কোন কর্মকাণ্ড বন্ধ করতে পারবে না। আমাদের এ আসন থেকে অনেকে মনোনয়ন পত্র ক্রয় করে ছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা সুবিবেচনা ও যাচাই বাছাই করে আমাকে মনোনীত করেছেন। এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসায়। আসুন আমরা একই পতাকার নিচে থাকি। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে এ ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, উন্নয়নের বিরুদ্ধে হচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে হচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উম্মুক্ত করেছেন। আমি এ সমাবেশে বক্তব্যের জন্য দাড়াইনাই আমি দাড়িয়েছে নৌকার বিরুদ্ধে যারা কুমন্ত্রণ করে দেশের বিরুদ্ধে যারা সন্ত্রাসী করে। ষড়যন্ত্র ও অপব্যাখা কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা দীর্ঘ দিন ধরে পরিশ্রম ও মেধা প্রয়োগ করে শান্তি সমাবেশ আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদের কে, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক কে এবং গলাচিপা পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানকে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটুর সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশ পরিচালনা করা হয়। সমাবেশ শেষে সকল নেতা কর্মীরা উপজেলার প্রত্যেক রাস্তায় ও গলিতে স্লোগান ও মিছিল বের করে।