সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

গাংনীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুন, ২০২৪
গাংনীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল কিনে না দেওয়াতে অভিভাবকের উপর অভিমানে বিষপানে আত্মহত্যা চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসিফ (১৭) নামের এক যুবক। আসিফ গাংনী উপজেলার মাইলমারী সর্দার পাড়ার আফিরুল ইসলামের ছেলে।
রোববার (২৩ জুন), রাত ৯ টার দিকে নিজ ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বাড়ির ছাদে গিয়ে আসিফ বাবার ক্রয়কৃত মরিচের কীটনাশক রঙ্গন পান করে। এসময় বাড়ির সদস্যরা কীটনাশক পানের বিষয়টি বুঝতে পারে এবং বন্ধুরা ফেসবুকের স্ট্যাটাস দেখে ছুটে আসে আসিফের বাড়িতে। অবস্থা বুঝে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা সেবা শেষে সে প্রাণে বেঁচে যায় বলে পারিবারিক সূত্র জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আসিফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বিষপানের ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় চলছে।