সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

গাংনী উপজেলা পরিষদের নব-নির্বাচিতদের বরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
গাংনী উপজেলা পরিষদের নব-নির্বাচিতদের বরণ
মাহাবুল ইসলাম, গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সােমবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ,এস,এম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হােসনে মােবারক। এদিকে বরণ অনুষ্ঠানটি স্মৃতি হিসেবে ধরে রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরােপন করা হয়।