সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত-৩০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত-৩০
মোঃ মাইনুদ্দিন শিকদার
স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি ।আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার পোশাক কারখানার পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের কালিয়াকৈরে টপ স্টার পোশাক কারখানার পাশে একটি কলোনিতে মোঃ শফিক খান এর বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠিয়েছে।
এ ঘটনায় দশজনের পরিচয় পাওয়া গেছে, আহতরা হলেন। (১) মোহাম্মদ মাইদুল ইসলাম, (২) মোহাম্মদ কুটি, (৩) মোহাম্মদ আরিফুল, (৪) মোহাম্মদ ইয়াসিন, (৫) মোহাম্মদ সোলেমান, (৬) মোহাম্মদ আকাশ, (৭) মোহাম্মদ নূর নবী, (৮) মোহাম্মদ নিরব, (৯) মোছাম্মৎ শিল্পী, (১০) মোহাম্মদ নাঈম সহ ১৫-২০ জন গুরুতর আহত হয়।
কোনাবাড়ি ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম রয়েছে।