শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

গাদ্দাস কাঠি খেয়াঘাট পারাপার নিয়ে চরম ভোগান্তিতে আছেন যাত্রীরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মোঃমোসলেহ্ উদ্দীন,স্টাফ রিপোটার-বাগেরহাট জেলার রামপাল থানা ১ নং গৌরম্ভা ইউনিয়ন, গদ্দাসকাঠি খেয়াঘাট, যেটা নদীর ত্রীমোহনায় অবস্থিত। চালনা ও রামপাল যোগাযোগের জন্য একটি সহজ রাস্তা যেখানে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ মানুষ পারাপার হয়, অথচ চালনা পাড়ের ঘাট যদিও কোনরকম চলাচলের উপযোগী কিন্তু বিপরীতে দেখলে ১ নং গৌরম্ভা ইউনিয়নে গদ্দাসকাটি ঘাঠ খুবই বিপদজনক,যেখানে উঠানামার জন্য কোন ব্যবস্থা নাই, ভা্টির টানে শিশু বাচ্চা সহ মা-বোনদেরকে কাদা ভেঙ্গে উঠানামা করতে হয়, ফলে ঘটে যেতে পারে যেকোনো সময় দুর্ঘটনা, এমন কি পারাপারের জন্য নাই কোন নিরাপত্তা জনক সুব্যবস্থা, নাই জরুরী মুহূর্তে কোন জলদি ব্যবস্থা, ছোট্ট একটি ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়, এবং মাঝেমধ্যে যাত্রীর এমন চাপ হয় যে শিশু বাচ্চা ও মহিলা সহ যাত্রী তে ট্রলার কানায় কানায় পরিপূর্ণ থাকে, ফলে জীবনের একটি মারাত্মক ঝুঁকি এসে পড়ে যাত্রীদের উপর, বিশেষ করে নীরা গোসাইর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের সময় ঝুঁকিটা বেশি থাকে।