বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালন করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে থেকে বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজ খাতুন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ তারেক-উজ-জামান, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর রেজাউল করিম প্রমূখ।

শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#
ডাঃ আব্দুল ওয়াদুদ
স্টাফ রিপোটার

চাঁপাইনবাবগঞ্জ।