শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঘোড়াঘাটে নিখোঁজের ৩ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
ঘোড়াঘাটে নিখোঁজের ৩ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের ৩ দিন পর ফরহাদ হোসেন (৩৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংড়া গ্রামের কাজী সোহেলের জমির ড্রেন থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।
তিনি পেশায় একজন অটোভ্যান চালক। গত রোববার বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবার ৯৯৯ এর মাধ্যমে ঘোড়াঘাট থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের ভাই লাশ সনাক্ত করেছেন। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃতি কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।