শুক্রবার , ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে জিলহজ, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুর থানার ওসির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জুন, ২০২৪

জগন্নাথপুর থানার ওসির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ আল আমীন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এক অন্যান্যে দৃষ্টান্ত স্থাপন করেন নিজ উদ্যোগে রানীগঞ্জের আছিমপুর গ্রামে গুচ্ছ গ্রাম সহ আশে পাশের কয়েকটি গরিব, অসহায় পরিবারের মধ্যে ঈদুল আজহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শনিবার (১৫জুন) বেলা ২টায় গুচ্ছ গ্রামের ৬০টি পরিবার সহ আশের কয়েকটি পরিবারের মধ্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ত্রান বিতরণ করেন। এ সময় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলাম, এসআই রফিজুল ইসলাম, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, বায়ান্ন টিভির সুনামগঞ্জ প্রতিনিধি গোলাম সারোয়ার, আজকের পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদ, সংবাদ কর্মী রুম্মান আহমদ, মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
এ সময় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমরা সবাই আনন্দের সহিত ঈদ উদযাপন করি কিন্তু আমাদের এই গুচ্ছ গ্রামে লোকেরা কোন ধরনের সাহায্য পায় না। আমার ব্যক্তিগত উদ্যোগে এই অসহায় গরিব লোকদের মধ্যে ঈদের উপহার বিতরণ করেছি। আমার মত এভাবে যদি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসেন এই গরিব দু:খী মানুষের মুখে হাসি ফুটবে।##