সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জনগণের সেবা করতে পুনরায় এমপি হতে সকলের সহযোগিতা চান ইঞ্জি. শেখ মুজিবুর রহমান ‘

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
জনগণের সেবা করতে পুনরায় এমপি হতে সকলের সহযোগিতা চান ইঞ্জি. শেখ মুজিবুর রহমান ‘
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিগত ২০০৮ সালে ২৯ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকাকালে এলাকার উন্নয়নে কাজ করেছেন। বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটায় নেতাকর্মীদের সাথে আলাপকালে বলেন, বিগত দিনে আমি সংসদ সদস্য থাকাকালীন এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। গ্রামগঞ্জের রাস্তাঘাট পাকাকরণ থেকে শুরু করে তালা কলারোয়ার প্রতিটি মসজিদ মন্দিরের উন্নয়নকল্পে টিআর কাবিখা প্রদান করেছি। সংসদ সদস্য থাকাকালে কপোতাক্ষ অববাহিকার মানুষের দুর্দশা লাঘবে ২৬২কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পূন:খনন, ১১৭ কোটি ব্যয়ে সাতক্ষীরার বাইপাস সড়কের কাজ, ১৫৩ কোটি ব্যয়ে পাইকগাছা-আশাশুনি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ ছাড়াও প্রায় ১৩৩ কোটি টাকার অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছি। এছাড়াও নিজ নির্বাচনী এলাকায় বহু সাইক্লোন সেল্টার, স্কুল, কলেজ, মাদরাসা, কালভার্ট, ব্রিজ, পাকা রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। তিনি তার মায়ের নামে পাটকেলঘাটায় আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়ায় ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ, পিতা মরহুম শেখ মকছেদ আলীর নামে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
Enter