মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জিয়ানগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ= পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মতিন সহ পরিষদের কর্মকর্তা ও ইউপি সদস্যগণ। এদিন মাথাপিছু ১০কেজি করে ১২৭৮ জনের মাঝে এ চাল বিতরণের নিয়ম থাকলেও প্রত্যেক গরিব দুস্থ ও অসহায় উপকার ভোগী কার্ডধারীদের মধ্যে ৮ কেজি ৫০০ গ্রাম করে চাল বিতরণ করা হয়। এমনটাই জানান গরিব দুস্থ ও অসহায় কার্ডধারী উপকারভোগী চাল নিতে আসা মানুষরা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস‍্যদের সাথে কথা বল্লে তারা এই প্রতিবেদককে এ ব্যাপারে কোন সঠিক উত্তর দিতে পারেনি। বরং তারা উল্টো দিকে এই প্রতিবেদককে জানান চালের বস্তায় চাল কম থাকায় আমরা এভাবে চাল বিতরণ করতে বাধ্য হয়েছি। চাল বিতরণী অনুষ্ঠানে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মাঠ কর্মকর্তা ক্ষুদ্র কৃষক উন্নয়ন মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন।