মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দনিয়া সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আসুক সমৃদ্ধি ,আসুক সম্প্রীতি, হাসুক প্রকৃতি, থাকবো সুখে। এই স্লোগান কে সামনে, বর্ণাঢ্য কলেবরে, না না আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করেছে দনিয়া সাংস্কৃতিক জোট। রবিবার ১৪ এপ্রিল সকাল ৭ টায় দনিয়া কলেজ প্রাঙ্গণে বৈশাখের আগমনী বাদ্যযন্ত্রের সুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।। এরপর একে একে গান নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে জোটভুক্ত সংগঠনের শিল্পীরা। পথনাটক পরিবেশন করে কথক থিয়েটার।সকাল দশটায় বের হয় মঙ্গল শোভাযাত্রা। উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্রের তালে শিশু-কিশোরদের আনন্দ উল্লাসে বর্ণিল হয়ে ওঠে এ আয়োজন। এ সময় শিশুরা বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আগত সকল দর্শক ও অতিথিদের জন্য ছিল মুড়ি মুড়কি,বাতাসা, ঠান্ডা শরবতশহ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাব্যবস্থা ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আজাদ, সভাপতি মন্ডলীর সদস্য মোঃ শাহনেওয়াজ, ও উপদেষ্টা আবু হোসেন খোকন। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম পাটোয়ারী। অনুষ্ঠান শেষে যেমন খুশি তেমন সাজোতে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া এক‌ই মঞ্চে দনিয়া পাঠাগার আয়োজিত ১৯তম বর্ণ অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।