শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দুপচাঁচিয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ=বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ  স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বরে স্মৃতি অম্মানে পুষ্পস্তরক অর্পন করা হয়। এই দিনটি উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প মাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর তিথির সভাপতি ও সাবেক ব্যাংকার আজিজুল হকের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাদ আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পাইলট হাই স্কুল মাঠে ঐতিহ্যবাহী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এক মনোগ্য ডিসপ্লে প্রদর্শন করেন।