মঙ্গলবার , ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

নকলায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নকলায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, নকলা, শেরপুর প্রতিনিধি :

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর) : কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপী নন-গ্রুপ কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে।

২৩ মে বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।

প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে কৃষক/কৃষাণীদের হাতে বিভিন্ন প্রজাতির মৌসুমী শাকসবজির বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।