শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নরসিংদির মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নরসিংদির মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিনম্র শ্রদ্ধা

মহসিন মিয়া,স্টাফ রিপোর্টার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি।
নরসিংদী জেলা সদর উপজেলা মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ ২১ শে ফেব্রুয়ারী ২০২৪ বুধবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। আজ নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী সদর উপজেলা।

নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস ও চিনিশপুর এস,এম মডেল স্কুলে ছাত্র ছাত্রী বৃন্দ ও এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমস ।ও এস,ম মডেল স্কুলের মাষ্টাদৈর তত্বাবধানে স্কুলের ছাত্র ছাত্রী ও কোমল মতি শিশুদের নিয়ে নরসিংদী জেলা মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হন ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিয়ে ভাষা শহীদের রক্তের প্রাপ্য সম্মানটুকু যেন পান। শত শত ভাষা লোক আজ নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে উপস্থিত হন। সকাল ৭টার সময়ই নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।

বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি, চাকুরীজীবি, পেশাজীবি সংগঠন লোকজনের উপস্থিতিতে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা সম্পন্ন হয়েছে।