বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মোঃ মেরাজ আহমেদ, সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী মো.ছিদ্দিক হোসেন মিয়া সভাপতি নির্বাচন স্থগিত চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার জন্য আহবান করা হয়। এতে সভাপতি প্রার্থী হুমায়ুন কবির তিন ভোট, হাবিবুর রহমান খান তিন ভোট এবং সিদ্দিক হোসেন মিয়া পান তিন ভোট। অথাৎ নয় ভোটের ম্যধ্যে তিনজন প্রার্থী তিনটি করে সমান সমান ভোট পান। তিনজনেই সমান ভোট পাওয়ায় সকলেই লটারি করার জন্য একমত হোন। কিন্তু অজ্ঞাত কারনে প্রিসাইডিং অফিসার আনোয়ার ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সকলের মতামতকে উপেক্ষা করে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে হাবিবুর রহমান খানের নাম ঘোষনা করেন এবং অপর দুই প্রার্থীকে রেজাল্ট সিটও দেওয়া হয়নি। এমনকি রেজুলেশনেও ভোটের কথা উল্লেখ নেই। ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী ও অভিযোগকারী ছিদ্দিক হোসেন মিয়া বলেন,ম্যানেজিং কমিটি বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেছি। তদন্ত সাপেক্ষে উক্ত কমিটি বাতিল করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান খান এক বাক্যে বলেন,নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। কেউ অভিযোগ করলে তো আর কিছু করার নেই।