রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নেত্রকোনার কেন্দুুয়ায় অফিস কক্ষেই প্রধান শিক্ষকের বসবাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

নেত্রকোনার কেন্দুুয়ায় অফিস কক্ষেই প্রধান শিক্ষকের বসবাস

মাহমুদুল হাসান , নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার প্রাচীন শিক্ষালয় কেন্দুুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অফিস কক্ষকে আবাসন হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ।বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নিজ অফিস কক্ষের একটি অংশ দখল নিয়ে আবাসন গড়ে তুলেছেন তিনি।

সুত্র জানায়, ২০২২ সালের ১১ জুন কেন্দুুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো:কবির চৌধুরী। যোগদান পর থেকেই অদ্যাবধি তিনি নিজ অফিস কক্ষের একটি অংশ দখল নিয়ে থাকা-খাওয়াসহ যাবতীয় কাজ পরিচালনা করে আসছেন।

রোববার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,অফিস কক্ষের মাঝখানে আলমীরা ফেলে কক্ষটিকে দুইভাগ করে অর্ধেকটিতে অফিস কার্য পরিচালনা করেছেন আর অর্ধেকটিতে তিনি ছোট একটি খাট ফেলে বসবাস করছেন।

ওই কক্ষের ভিতরেই টানানো আছে লঙ্গী ও জামা কাপড়।
অফিস কক্ষের থাকার বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক কবির চৌধুরী জানান,তিনি ব্যাচেলার মানুষ। শারীরিক ভাবে প্রায়শই অসুস্থ থাকেন আর অফিসের বেশি কাজ থাকায় তিনি অফিসেই থাকছেন। তবে বাসা ভাড়া নিয়েছেন আগামী মাসে ওই ভাড়া বাসায় উঠবেন বলেও জানান তিনি।

এব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এখনি বলে দিচ্ছি ব্যবস্থা নেয়ার জন্য।