শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পাইকগাছায়  ফাইম মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে সংবাদের বিরুদ্ধে দুই মৎস্য সমিতির নিন্দা বিবৃতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা প্রতিনিধি,পাইকগাছায় মেসার্স ফাইম মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে কাল্পনিক মাছ চুরির অভিযোগ এর সংবাদের বিরুদ্ধে দুই মৎস্য সমিতির নিন্দা বিবৃতি। পাইকগাছা চিংড়ি বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও পাইকগাছা আড়ৎদারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিঠু লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন খবরের কন্ঠ নামে একটি অনলাই পত্রিকায় মেসার্স ফাইম মৎস্য আড়ত এর বিরুদ্ধে মাছ চুরীর অভিযোগ শিরোনাম প্রকাশিত সংবাদটি সত্য নহে। ওই আড়তের  কর্মচারী মালিক আড়তে না থাকার কারণে তার অগোচরে ঘটনার বিষয় তাৎক্ষনিক ভাবে নিষ্পতি করা হয়। মৎস্য আড়তের মালিক মোঃ জিন্নাত সানা পাইকগাছা চিংড়ি বিপনন সমবায় সমিতির এর সভাপতি ও মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সদস্য। তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক কাল্পনিক আক্রোশ মুলক খবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। এ বিষয় ফাইম আড়ৎ এর মালিক মোঃ জিন্নাত আলী সানা জানান, আমার আড়তে কর্মচারীরা আমার অগোচরে যে ঘটনা ঘটিয়েছে সেটি তাৎক্ষনিক মিমাংশা করে মৎস্য আড়ৎদারী কর্তৃপক্ষ। এ সব বিষয় আমি কিছুই জানিনা। তিনি আরো বলেন, আমি একজন কমিশন এজেন্ট। বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা আমার এজন্টে মাছ বিক্রি করে থাকে। মাছ বিক্রির সময় কম বেশী হতেই পারে। স্টার ফিস পাইকগাছা বাজারে সুনামের সাথে ব্যবসা করছে। এ বিষটি নিয়ে একটি মহল অতি উৎসাহী হয়ে কাল্পনিক খবর প্রকাশ করেছে। আমি ওই সংবাদের প্রতিবাদ জানাই।