বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

পুলিশের গুলিতে নিজ বাড়িতে নিউইয়র্কে বাংলাদেশি নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ – যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে উইন রোজারিও নামের ২২ বছর বয়সী একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কে উইন রোজারিওর বাড়িতে ঢুকে তার ওপর গুলি চালায় পুলিশ। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০মিনিটের দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে।

বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ

নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো?

এই ঘটনাটি নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।