শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বিদ্যুৎ গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
মোঃ গোলাম মস্তফা তালুকদার রায়হান, ( বিশেষ প্রতিনিধি )-জয়পুরহাটের গঙ্গাদাসপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বিদ্যুৎ কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ০৭ এপ্রিল মধ্য রাতে গঙ্গাদাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেছে।
রোববার ৭ এপ্রিল সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা জানান,গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী ফারুক এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় বিদ্যুৎ কে গ্রেফতার করার সময় ফারুক কৌশলে পালিয়ে যায়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার ৭ এপ্রিল সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা জানান,গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী ফারুক এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় বিদ্যুৎ কে গ্রেফতার করার সময় ফারুক কৌশলে পালিয়ে যায়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।