শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

বকশীগঞ্জে পৌরসভার নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
বকশীগঞ্জ উপজেলায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় আগামী ৯ই মার্চ ঘোষণা করা হয়েছে।
গতকাল ১১ই ফেব্রুয়ারি রবিবার বকশীগঞ্জ পৌর নির্বাচনের পৌর মেয়র পদ সহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারি নির্ধারণ হয়, সেই সুবাদে আজ ১২ই ফেব্রুয়ারি দুপুরে বকশীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসে সশরীরে হাজির হয়ে পৌরমেয়র পদে ইসমাইল হোসেন বাবুল তালুকদার ও ফখরুজ্জামান মতিন তাদের মনোয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিসের বরাত দিয়ে জানা যায়, বকশীগঞ্জের পৌর সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, ইসমাইল হোসেন বাবুল তালুকদার, ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন বাহাদুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়াও সাধারন আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের ৭ জনসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। বকশীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন অফিসে ইসমাইল হোসেন বাবুল তালুকদার ও ফখরুজ্জামান মতিন যথারীতি মনোনয়নপত্র জমা দান শেষে পৃথক পৃথক বিবৃতি প্রদান করেন। ইসমাইল হোসেন বাবুল তালুকদার (বকশীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) বলেন, আমি ব্যক্তিগত ভাবে এবং পরিবারের পক্ষ থেকে বকশীগঞ্জ পৌরবাসীকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ৯ই মার্চ ভোটের মাঠে সবাই যেন বাবুর তালুকদার হয়ে কাজ করতে পারে। তিনি যদি নির্বাচিত হন তাহলে পৌর শহরে রিস্কা ভ্যান অটো রিস্কা থেকে অবৈধভাবে টোল আদায়ের নামে চাঁদা আদায় বন্ধ করে দেবেন। জন্ম নিবন্ধনের নামে মানুষকে যে হয়রানি করা হয় তা আর থাকবে না, সরকারি ফিস মোতাবেক জন্ম নিবন্ধন হবে, এখানে কোন টাকা-পয়সার অবৈধ লেনদেন হবে না। বাড়ির হোল্ডিং এর নামে যে ট্যাক্স আদায় করা হয় তা সরকারি বিথি মোতাবেক নিয়মমাফিক ভাবে প্রদান করার ব্যবস্থা করা হবে। পরিশেষে তিনি সবপ্রার্থীদের সুষ্ঠুভাবে আইন-শৃঙ্খলা রক্ষা করে ভোট প্রদানের ব্যাপারে আহ্বান জানান। অপরদিকে ফখরুজ্জামান মতিন জানান, জনগণের সমর্থন নিয়ে আমি দাঁড়িয়েছি সবাই আমার সাথে এক যোগে কাজ করবে আর সামনে যদি কোন বিপদ না থাকে তাহলে আল্লাহর রহমতে সুষ্ঠু ভোটের আশা পোষণ করেন তিনি। প্রশাসনের কাছে আমার আবেদন সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করা এবং সবাইকে নিজ নিজ দায়িত্বে ভোট প্রদান করতে আহ্বান জানান, কোন প্রার্থী পক্ষপাত মূলকভাবে বিশৃঙ্খলা মারামারি যেন না করে।সে দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নির্বাচন তফসিল বিধি অনুযায়ী ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম চলমান থাকবে। আজ থেকে জমাদান কার্যক্রম শুরু হয়েছে। সরে জমিনে এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ জনগণের মধ্য এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।