সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায়  বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। থানার ওসি তদন্ত আব্দুর রশিদ সরকার।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। সাধারণ সম্পাদক এমদাদুল হক। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প্যমাল্য অর্পন করেন। এছাড়া যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক, ইসলামিক ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি,শিক্ষক -শিক্ষাথীরা পুষ্প্যমাল্য অর্পন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোক সজ্জা, শিশুদের জন্য চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক সংগীত ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাষণ, কবিতা আবৃত্তি, ইত্যাদি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।