সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মার্চ, ২০২৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

সারা দেশের ন্যয় বগুড়ার দুপচাঁচিয়ায় গত মঙ্গলবার ৫ মার্চ বিকেল ৫ঃ৩০ ঘটিকায় উপজেলার সিও অফিস দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

এ অভিযান পরিচালনা করেন দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় বলেন
জনসেবায় এ ধরনের অভিযান চলমান থাকবে।