বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি বিষয়ক কর্মশালা


admin প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ / ০ Views / Print This Post Print This Post
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি বিষয়ক কর্মশালা

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্রগ্রামের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় চট্রগ্রাম বন রসায়ণ বিভাগ, বিএফআরআই’র বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মোছা: লিজা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বন বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম, ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান প্রমুখ।

কর্মশালায় বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন ও অসীম কুমার পাল মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে বিষয়বস্তুর উপরে ভিডিও চিত্র প্রদর্শন করেন। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ি, নার্সারী, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।