বুধবার , ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিপুল ভোটে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বরাশুর – কাশিয়ানী উপজেলার সন্তান শেখ আনিস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

দেশের তথ্য প্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)২০২৪-

২০২৬ কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন শেখ আনিস।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে গত বুধবার (৩/৪/২০২৪) তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্য নির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বন্টন করা হয়।
নির্বাচনে মোট ভোটার ২ হাজার ১৫০ থাকলেও ভোট দিয়েছেন ১ হাজার ৪৬৬ ভোটার।২৯ টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৩৫০ ভোট পেয়েছেন নবনির্বাচিত মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া এবং নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত সরকার।
কম্পিউটার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাজমুল আলম ভূঁইয়া ও মোঃ আমির হোসেন
পংকজ দে
উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী গোপালগঞ্জ