রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিশ্ব মঞ্চে জয়ের চূড়ান্ত হাসি হাসতে চায় ইলাহীর টিম 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিশ্ব মঞ্চে জয়ের চূড়ান্ত হাসি হাসতে চায় ইলাহীর টিম

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ত্ব-সীন ইলাহীর টিম এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশনগরী খ্যাত টেক্সাসের হিউস্টন শহরে অবস্থিত নাসার ঐতিহাসিক জনসন স্পেস সেন্টার অ্যান্ড স্পেস সেন্টার হস্টনে অবস্থান করছে।
যদি নায়াগ্রার চূড়ান্ত পর্বে উঠতে পারলেই প্রত্যেকে পাবে মিনলো কলেজে অধ্যয়নে ৮০ হাজার, লুইস অ্যান্ড ক্লার্ক কলেজে ৬০ হাজার এবং ক্লার্কস্টোন ইউনিভার্সিটিতে অধ্যয়নের ৬০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি। রানার্সআপ দলের সদস্যরা ৫ লাখ ডলার নগদ পুরস্কার।
ত্ব-সীন ইলাহীর প্রজেক্ট যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা আয়োজিত বিশ্বের মর্যাদাসম্পন্ন উদ্ভাবনী প্রতিযোগিতা ‘নাসা কনরাড চ্যালেঞ্জে’ পুরো বিশ্বের মধ্যে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ১০ম স্থান অধিকার করে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের সমন্বিত দলটির নাম ‘নট এ বোরিং টিম’। বিশ্বের ৫০টি দেশের ৩৫০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ত্ব-সীন ইলাহী।